খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাছিম বলেন, লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় দোষী কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। প্রধানমন্ত্রী সার্বক্ষনিক বিষয়টি খোঁজখবর রাখছেন। আমরা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এখানকার বিষয়টি অবগত করবো।
বুধবার রাঙামাটির লংগদুতে স্থানীয় পাহাড়ি পাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ১৪ দলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মানিকজোড়ছড়া, তিনটিলা বিহার ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে প্রতিনিধি দল উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইন শৃঙ্খলা সভায় মিলিত হন।
সভায় জানানো হয়, সহিংসতার ঘটনায় পুলিশের কাজে বাঁধা ও অগ্নিসংযোগের মামলায় বুধবার ভোওে আরো ৪ জনকে গ্রেফতার করেছে এবং এই নিয়ে মোট ১৬ জন গ্রেফতার করেছে পুলিশ।