খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: ১৬ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বৃহস্পতিবার হাওর-অঞ্চলের উপজেলাগুলোতে বিক্ষোভ-সমাবেশ করবে। বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন। বুধবার সিপিবি’র কেন্দ্রীয় দপ্তর বিভাগের চন্দনা সিদ্ধান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
চন্দনা সিদ্ধান্ত জানান- দাবিগুলোর মধ্যে রয়েছে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা, দুর্গত এলাকার সকল জলমহালের ইজারা বাতিল করে জনসাধারণের মাছ ধরার জন্য উন্মুক্ত করা, রেশনের ব্যবস্থা করা, সুদসহ সকল প্রকার কৃষি ঋণ, এনজিও ঋণ, মহাজনি ঋণ মওকুফ করে পর্যাপ্ত পরিমাণে বীজসহ কৃষি উপকরণ ও নতুন করে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান এবং শস্যবীমা চালু, পাউবো, ঠিকাদার, পিআইসি ও সরকারি দলের দুর্নীতিবাজসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, পরিকল্পিতভাবে হাওর অঞ্চলের সমস্ত নদী ও ও খাল এবং পানি নিষ্কাশনের সংযোগ নদীসমূহ খনন করা, সমগ্র হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ (রাবার ড্যাম) যথাসময়ে এবং যথাসময়ে নির্মাণ ও মেরামত করা, দুর্দশাগ্রস্ত কৃষকদের জিম্মি করে গবাদিপশু ও জমি কেনাবেচা (ডিস্ট্রেস সেল) ও দাদন ব্যবসা আইন করে বন্ধ করা, শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষার নিশ্চয়তা প্রদান ইত্যাদি।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন- হাওর-অঞ্চল উন্নয়ন-বৈষম্যের চরম শিকার। হাওরের সমস্যা শুধু প্রাকৃতিক নয়, এটি মনুষ্যসৃষ্ট সমস্যাও। হাওরের সমস্যা একটা অঞ্চলের হলেও, এর প্রভাব সারাদেশের প্রকৃতি-পরিবেশ ও অর্থনীতির ওপর পড়ে। তাই হাওরের সমস্যা দূর করতে সামগ্রিক উদ্যোগ প্রয়োজন। অবিলম্বে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।
এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র উদ্যোগে ১০ জুন কিশোরগঞ্জে ‘হাওর সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্মেলনে হাওর অঞ্চলের সব উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।