খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: এবার ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কে জিতবে তাই নিয়ে যখন কথার শেষ নেই তখনই ব্রিটিশ নেতা জন প্রেসকট বললেন করবিনের কথা।
প্রেসকটের মতে, ১৯৯৭ সালের পর এবার সবচেয়ে বেশি লেবার সমর্থক পাচ্ছেন জেরেমি করবিন। তার মতে, প্রধানমন্ত্রী থেরেসা মে’র থেকে বিরোধী লেবার পার্টির করবিনের সমর্থন অনেক বেশি।
প্রেসকটের মন্তব্য ছাড়াও বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে করবিনের জনপ্রিয়তা নিয়ে। ১৯৯৭-২০০৭ সাল পর্যন্ত টনি ব্লেয়ার লেবার পার্টিতে থেকে যতটা সমর্থন কুড়িয়েছে তার থেকেও বেশি সমর্থন পেয়েছেন এবার করবিন।
করবিনের গেটসহেডের র্যালিতে প্রায় ১০ হাজার সমর্থকের অবস্থান ছিল। এছাড়াও প্রায় ৫ হাজার সমর্থক স্থান সঙ্কুলানের অভাবে দূরে দাঁড়িয়ে তার বক্তব্য শোনেছে।
সেদিন আবহাওয়া ঠিক না থাকা সত্ত্বেও শ্রোতাদের মধ্যে কোন বিশৃঙ্খলার চিহ্ন দেখা যায়নি। সেদিনেরই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে প্রেসকট তার বক্তব্য রাখেন। ইনডিপেনডেন্ট