খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতকারী জেলার আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বুধবার দুপুরে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অমিত কুমার দে মানহানীকর মামলাটি আমলে নিয়ে আগামী ১৭ জুলাই বর্তমানে বরগুনা সদর উপজেলায় কর্মরত ইউএনও তারিক সালমনকে আদালতে হাজির হওয়ার আদেশ জারী করেছেন।
মামলার বাদি বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু বলেন, আসামি একজন সরকারের পদস্থ কর্মকর্তা সত্বেও দায়িত্ব অবহেলাপূর্বক স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে আগৈলঝাড়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে নিমন্ত্রনপত্রের শেষভাগে ছাঁপিয়ে তা বিলি করেছেন। এতে বঙ্গবন্ধুকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। এনিয়ে গত ৫ জুন সংবাদ প্রকাশের পর ঘটনাটি বাদির দৃষ্টি গোচর হয়।