খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রিমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের নিজ বাড়ি তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রিমা আবদুল হামিদের ছেলে। সে খোলাপাড়া শাহ ফরাসত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের পারিবারিক সূএে জানা যায় যে, সকালে বাড়ির পাশের এক চাচাত বোনের কাছে প্রাইভেট পড়তে যায় রিমা। প্রাইভেট পড়ে ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। অনেকক্ষণ ডাকাডাকির পর ঘরের বেড়ার ফাকঁ দিয়ে দেখা যায় রিমার মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে রিমার মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।