Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ৮ জুন, ২০১৭: 3ময়মনসিংহ শহরের যানজট নিরসনে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং পৌর মেয়র ইকরামূল হক টিটু’র যৌথ প্রয়াসে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। অষ্টম বিভাগীয় শহরে ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক এখন গণপরিবহনে পরিণত হয়েছে। শহরের ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে আনতে পূর্বের ৭৪৫টি লাইসেন্সপ্রাপ্ত এবং লাইসেন্সবিহীন তিন হাজার ১০টিসহ মোট ৩,৭৫৫টি ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক গত ১ ও ২রা জুন ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রাখা হয়। ইতিমধ্যেই লাইসেন্সপ্রাপ্ত ৭৪৫টি ইজিবাইক নতুন নম্বর প্লেট দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ময়মনসিংহ শহরের ভিতরে সঠিক কাগজপত্রধারী ইজিবাইক মালিকদের ৮ হাজার টাকায় ট্রেড লাইসেন্সের বিনিময়ে নতুন প্লেটসহ ইজিবাইকের গায়ে লাল ও সবুজ রং লাগিয়ে ছেড়ে দেয়া হচ্ছে বলে পৌর মেয়র ইকরামূল হক টিটু জানিয়েছেন।
গতকাল সকালে স্টেডিয়ামে লাইসেন্সবিহীন ইজিবাইকগুলোর প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে নতুন লাইসেন্স ও নম্বর প্লেট প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে ইজিবাইকের গায়ে লাল ও সবুজ রং লাগিয়ে দেয়া হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ৪শ ইজিবাইক ছেড়ে দেয়া হবে। গতকাল এসব কাজের তদারকি করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, ময়মনসিংহ পৌরসভার লাইসেন্স ও কর উপ-কমিটির আহবায়ক পৌরসভার কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, পুলিশ সুপারের পক্ষে ট্রাফিক ইন্সপেক্টর কার্ত্তিক চন্দ্র পাল, পৌরসভার প্রশাসনিক কর্তকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীর, লাইসেন্স পরিদর্শক ওয়ালিউল ইসলাম মামুন।
তবে পৌর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ইজিবাইক মালিক ও চালকদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। এ ছাড়া যানবাহন সংকট দেখা দেয়ায় শহরবাসীও কিছুটা উদ্বিগ্ন। তবে যানবাহনচালক, মালিক ও শহরবাসীর সুবিধা বিবেচনা করেই এসব ইজিবাইক একটা নিয়মে এনে চলাচলের জন্য অনুমতি দেয়া হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।
মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘একটা নিয়মের মাঝে আনার জন্যই এমন উদ্যোগ হাতে নেয়া হয়েছে। সবার সুবিধা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, সোম-মঙ্গলবারের মধ্যে এসব বাহন নিয়ে একটা সিদ্ধান্ত তারা দিয়ে দেবেন। মানবজমিন