খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ৮ জুন, ২০১৭: যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে খুব সহজেই এই নির্বাচনে জয়লাভ করবেন বলে ধারণা করা হয়েছিল।
দেশটিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নির্বাচনি প্রচারণায় যে ছায়া ফেলেছে, তাতে এই নির্বাচনের ভবিষ্যত সম্পর্কে আগে থেকে কিছু অনুমান করা কঠিন হয়ে পড়েছে।
দেশব্যাপী সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মে ও লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মধ্যে যে কোন একজনকে বেছে নেবেন।
জনমত জরিপে অনেকটাই পিছিয়ে থাকা করবিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে মে’র সঙ্গে তার ব্যবধান নাটকীয়ভাবে কমিয়ে এনেছেন।