Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭:  18সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০৫ রানের সম্মানজনক সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে টাইগারদের ব্যাটিং ভালো হয়নি, অলআউট হয়ে যায় ১৮২ রানে। মাশরাফি বিন মুর্তজা অবশ্য ব্যাটসম্যানদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না।
শুক্রবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। হারলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিতে হবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয় মাশরাফিকে। বাংলাদেশ অধিনায়কের উত্তরে ফুটে ওঠে ব্যাটসম্যানদের প্রতি আস্থা, ‘এই কন্ডিশনে ব্যাটিং করা বেশ কঠিন। তামিম অবশ্য দারুণ ব্যাটিং করছে। মুশফিক ইংল্যান্ডের বিপক্ষে ভালো ইনিংস খেলেছে। মুশফিক-রিয়াদ-সাকিব আমাদের দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওদের ভালো ব্যাটিং আমাদের অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। আশা করি, কাল তারা ভালো ব্যাটিং করবে।’
মাশরাফির বিশ্বাস, কিউইদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে দলের ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে, ‘গত ৬ মাসে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা ৫টা ম্যাচ খেলেছি। ওদের বোলিং আক্রমণ খুব ভালো। তবে আমাদের ব্যাটসম্যানরাও দক্ষ। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারলে ভয়ের কিছু নেই।’
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এক যুগ পর একই মাঠে খেলতে নামার আগে মাশরাফির উপলব্ধি, ‘কার্ডিফের ওই ম্যাচে বর্তমান দলের মধ্যে আমি একাই ছিলাম। ১২ বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তখন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, আর এখন নিউজিল্যান্ড। আমার বিশ্বাস, এই ম্যাচে দল ভালো খেলবে। সব কিছু ঠিকঠাক হলে কালকের ম্যাচে ভালো পারফর্ম করতে পারবো আমরা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে জয়ের হাসি ছিল বাংলাদেশের। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ওই জয়কে তেমন গুরুত্ব দিচ্ছেন না মাশরাফি, ‘এটা ভিন্ন ম্যাচ। আয়ারল্যান্ডে আমরা ভিন্ন উইকেটে খেলেছি। তাছাড়া ওই ম্যাচে ওদের দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না। কাল আমাদের কঠিন লড়াই করেই জিততে হবে।’ বাংলা ট্রিবিউন