খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭: সিরাজগঞ্জের এনায়েতপুরে কাঠমিস্ত্রি নুরু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের রহিজ উদ্দিন (৩১), আজুগড়া গ্রামের হাফিজুল ইসলাম ওরফে বাদশা (৩৫) ও কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পোড়ার চর গ্রামের মাহবুব হোসেন (৩০)। এই মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি এনায়েতপুর থানার সাইনদার বিলের পূর্বপাশে ইউসুফের সরিষা ক্ষেতে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় চৌকিদার দিনা চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা করেন। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের রহিজ উদ্দিনকে আটক করে। পরে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। নিহত যুবক এনায়েতপুর বাজারের নুরু মিস্ত্রী বলে রহিজ উদ্দিন পুলিশকে জানান।