খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭: কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকায় ছুরিকাঘাতে নিহত মাদ্রাসাছাত্র মিজবাহ উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- পশ্চিম কুতুবদিয়াপাড়া এলাকার আহম্মদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫), নাজিরারটেক এলাকার নাসিরের স্ত্রী রুমা আক্তার (২২)।
তারা কক্সবাজার সদর মডেল থানায় মিজবাহ উদ্দিন (১৫) হত্যা মামলার আসামি।
কক্সবাজার র্যাব-৭ কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য,সোমবার রাতে বাবার দোকানে প্রতিবেশী নয়নের ছুরিকাঘাতে নিহত হন মিজবাহ।
পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয় বলে দাবি করেন কক্সবাজার সদর থানার ওসি রনজিত বড়ুয়া।