Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kখােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭: বিশ্বে সবচেয়ে বেশি দামে এখন বাংলাদেশে চাল বিক্রি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্য লাগামহীন। মোটা চালের দাম ৪৮ থেকে ৫০ টাকা। চালের দাম বৃদ্ধির কারণে মানুষ এখন খাওয়া কমিয়েছে বলে খবর বেরিয়েছে। এই রমজানেও মানুষকে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে।

আজ শুক্রবার (৯ জুন) সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একদিকে চালের দাম বৃদ্ধি, অন্যদিকে দেশে লাখ লাখ টন চালের ঘাটতি রেখে বর্তমান সরকার শ্রীলঙ্কায় চাল রপ্তানি করছে। তারা বাহাদুরি দেখানোর জন্য শ্রীলঙ্কায় চাল রপ্তানি করছে।

রিজভী বলেন, চাল, ডাল, লবণ, তেল, নাশপাতি থেকে শুরু করে নিত্য প্রয়োজনী সকল পণ্যের দাম এই রমজান মাসে বাড়িয়ে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। বাণিজ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে না। অথচ এমন কোনো জিনিস নেই, যার মূল্য দেড় গুণ, দুই গুণ, তিন গুণ বৃদ্ধি পায়নি। বাণিজ্যমন্ত্রী কথা রাখতে ব্যর্থ হয়েছে, নাকি জনগণের সাথে রসিকতা করেছেন-এটি এখন সবচাইতে বড় প্রশ্ন।

নির্বাচনে ভরাডুবির ভয়ে আওয়ামী লীগ নানা প্রহসন ও নকশা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার নির্বাচনী আওয়াজ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকতে জনদৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছে। আসলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু ও সবার অংশগ্রহণে চায় কী না তা নিয়েই এখনো জনমনে ব্যাপক সংশয় রয়েছে।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বাজেটের বেশির ভাগই ভ্যাট ও কর নির্ভর। জনগণের পকেট থেকে অর্থ লুটের জন্যই এ বাজেট প্রণীত হয়েছে। ব্যাংক লেনদেনে আবগারি শুল্কারোপের মতো আত্নঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নজিরবিহীন। আসলে দুর্নীতিবাজ সরকার ও তার মন্ত্রীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে।

রিজভী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত পাল্লা দিয়ে ক্ষমতাসীনদের লুটপাট আর দুর্নীতি চলছে, তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। এমনিতেই মানুষ এখন দিশেহারা। আসলে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের ভাষা বোঝার ক্ষমতা তাদের নেই। জনগণের সরকার হলে জনগণের প্রতি তাদের দরদ থাকতো। তিনি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধি, আবগারি শুল্ক, ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানান।

এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামফলক ছাত্রলীগের সন্ত্রাসীরা ভেঙ্গে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তা ছাড়াও সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রদল নেতা খালেদ মঞ্জুর রোমেলকে অবিলম্বে সন্ধান দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলিম, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।