খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্কচ্ছেদ তুলে নেওয়ার আহবান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোগান সৌদি আরবের শাসকদের লক্ষ্য করে বলেছেন, পবিত্র দুই মসজিদের অভিভাবকের মত আচরণ করুন। একই সঙ্গে কাতারের পাশে অবস্থানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, বিদ্বেষের চেয়ে রিয়াদকে ভ্রাতৃত্বকেই এগিয়ে রাখতে হবে।
প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, কাতারকে একঘরে করে রেখে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমস্যার কোনো সমাধান হবে না। তুরস্ক সংকট নিরসনে সবকিছুই করবে বলেও জানান এরদোগান।
প্রেসিডেন্ট এরদোগান তার রাজনৈতিক দল জাস্টিস এন্ড ডেভলভমেন্ট পার্টির এক ইফতার পার্টিতে বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা কাতারি ভাইদের পরিত্যগ করতে পারব না। সৌদি আরবের শাসকদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ও ক্ষমতাধর রাষ্ট্র। ব্রাদারহুড নিয়ে আপনাদের বিশেষ গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন। তা তাদের পরিত্যাগ করে নয়। সৌদিদের উচিত মুসলিম ভাই ও উম্মাহকে একত্রে ঐক্যবদ্ধ করে রাখা। দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবেই সৌদি আরবের কাছে বিশ্বমুসলিম এটাই আশা করে।
এরদোগান বলেন, কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হোক।
ইতিমধ্যে সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংয্ক্তু আরব আমিরাত অভিযোগ করেছে কাতারের ৫৯টি প্রতিষ্ঠান ও ১২টি দাতব্য প্রতিষ্ঠান সন্ত্রাসের সঙ্গে জড়িত। এধরনের অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট এরদোগান বলেন, এধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি এসব প্রতিষ্ঠান সম্পর্কে জানি। আমি কখনোই দোহাকে (কাতারের রাজধানী) সন্ত্রাসকে সমর্থন করতে দেখিনি।