Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: 13চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খেলা শেষে ক্রিকেট দলকে রাষ্ট্রপতি অভিনন্দন জানান বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।
ভবিষ্যতেও দল এমন গৌরবোজ্জ্বল জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশ ক্রিকেট দলেকে অভিনন্দন জানিয়েছেন। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, লড়াই করে জেতার মজাই আলাদা। লড়াইয়ের এই ধারা অব্যাহত রাখতে হবে। জয় আসবেই।