খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় পর্যটক পুলিশের জন্য ছয়টি আধুনিক গাড়ি কেনা হয়েছে। বিপদগ্রস্ত পর্যটকদের উদ্ধার সহায়ক সরঞ্জাম সজ্জিত এসব গাড়ি পর্যটন নিরাপত্তায় নতুন মাত্রা তৈরি করলো। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরাও।
কক্সবাজার সৈকতে প্রতিনিয়ত প্রচুর পর্যটকের আনাগোনা। পর্যটকের নিরাপত্তার দায়িত্ব ট্যুরিস্ট পুলিশের। দায়িত্ব পালনে সুবিধা বাড়াতে তাদের জন্য কেনা হয়েছে ছয়টি গাড়ি। প্রায় এক কোটি টাকা দামের একেকটি গাড়ি দুই থেকে তিনফুট উচ্চতার পানি এবং বালিতে দ্রুত গতিতে চলতে সক্ষম। এসব গাড়িতে রয়েছে উদ্ধারকাজের সরঞ্জামসহ নিরাপত্তার সব উপকরণও।
ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো সৈকত এলাকায় এসব যানবাহনে নজরদারি রাখা সম্ভব। উদ্ধারকাজ পরিচালনার জন্য সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়েছে’।
এসব গাড়ি সৈকতে ভেসে যাওয়া পর্যটক দ্রুত উদ্ধারে সহায়ক হবে বলে জানান লাইফ গার্ডের কর্মকর্তারা। নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে সন্তুষ্ট পর্যটকরাও।
বর্তমানে কক্সবাজারে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় ১২০ জন ট্যুরিস্ট পুলিশ কাজ করছেন। ইনডিপেন্ডেন্ট টিভি