খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: কুমিল্লার তিতাস উপজেলার লালপুরে বালুমহালের দখল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া দফায় দফায় ওই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। এসময় বাবু, জামাল ও মনির নামের ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ লালপুর এলাকার গোমতী নদী থেকে প্রশাসনকে ঘুষ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। কিছুদিন যাবৎ একই এলাকার অপর একটি গ্রুপ উক্ত বালুমহালটি দখল নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ে দু’গ্রুপে বিরোধ চরম আকার ধারণ করে।
শুক্রবার বিকাল থেকে ওই বালুমহাল এলাকায় দুই গ্রুপ সশস্ত্র মহড়া দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, কিছু লোক আহত হয়েছে বলে শুনেছি, তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।