খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার (এএসপি) সমমর্যাদার তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
সম্প্রতি এক অফিস আদেশে তাদের বদলির সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির আছমা আরা জাহানকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে, সারওয়ার খানকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এবং ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের এসি মো. আজিজুল হককে পুলিশের ধানমন্ডি জোনের পেট্রোল (এসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।