Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: 66ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য হিসেবে বসানো স্থাপনার বেশির ভাগই কুরুচিপূর্ণ। এমনটিই মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ।
বিশেষজ্ঞদের মতামত না নিয়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় এগুলো তৈরি করায় এমনটি হয়েছে বলেও মনে করে ভাস্করদের এই সংগঠনটি।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই মত দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংঘের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এ এম কাউসার হোসেন।
সংগঠনটির অভিযোগ, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই এসব স্থাপনা বসানো হয়, যা দৃষ্টিনন্দন না হয়ে বরং দৃষ্টিদূষণের সৃষ্টি করছে।
এ এম কাউসার হোসেন বলেন, ভাস্কর্য স্থাপনের আগে প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। যেখানে বিশেষজ্ঞ বিচারকমন্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেওয়া মডেল, নকশা ইত্যাদির তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত ভাস্করের যথাযথ ভাস্কর্যটি স্থাপনের জন্য নির্বাচন করবেন।
এ ছাড়া ভাস্কর্য স্থাপনে বেশ কিছু প্রস্তাবও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।