খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: কার্ডিফে বাংলাদেশের আরেকটি মহাকাব্যের দিনে সেন্ট লুসিয়ায় অঘটন ঘটিয়ে দিয়েছে আফগানিস্তান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ডামাডোলের মধ্যে রশিদ খানের স্পিন ঘূর্ণিতে আফগানরা হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
যুদ্ধ বিধ্বস্ত দেশটির সংক্ষিপ্ত ক্রিকেট ইতিহাস জানিয়ে দেয়- রশিদ খান জ্বলে উঠলে জ্বলে ওঠে গোটা দলটি। জয় পাওয়াটা তাদের নিয়তি হয়ে দাঁড়ায়।
শুক্রবারও সেই ধারাটা অব্যাহত থাকলো। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটের চতুর্থ সেরা বোলিং করেন রশিদ খান। চামিন্ডা ভাস, শহীদ আফ্রিদি ও গ্লেন ম্যাকগ্রার পরই তার অবস্থান।
৮ দশমিক ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রানের বিনিময়ে সাতটি উইকেট নেন ১৮ বছর বয়সী তরুণ। তাতে কুপোকাত হয়েছে ক্যারিবিয়ানরা। আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে গুটিয়ে গেছে ১৪৯ রানেই। হার ৬৩ রানের ব্যবধানে। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল অতিথিরা।