খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: ইয়েমেনের পদত্যাগী ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সংযুক্ত আরব আমিরাতের কাছে ‘সুকুত্রা’ দ্বীপের বড় অংশ বিক্রি করে দিয়েছেন। বিচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত নথি-পত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
সন্ত্রাস বিরোধী যুদ্ধের জন্য সামরিক ঘাঁটি নির্মাণের লক্ষ্যে আরব আমিরাত ওই দ্বীপের অংশবিশেষ কিনেছে বলে দাবি করা হয়েছে। সৌদি টিভি চ্যানেল ‘বিলকিস’-এর বরাত দিযে আল-আলম এ খবর দিয়েছে।
মানসুর হাদির নিযুক্ত গভর্নরের মাধ্যমে দ্বীপটি অংশবিশেষ কেনার পর আরব আমিরাত ওই এলাকার দখল নিয়েছে। গত তিন মাস ধরে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে।
আমিরাত এখন ওই দ্বীপের প্রভাবশালী ব্যক্তিদেরকে ঘুষ দিয়ে সেখানে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। সুকুত্রা দ্বীপ হচ্ছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি। এটি এডেন উপসাগরের কাছে অবস্থিত। প্রেসটিভি