খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের সীমান্তবর্তী বিদ্যাবাগীশ ঠোস গ্রামে বাড়ির ব্যবহৃত ফ্রিজের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে সৌরভ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সৌরভ বিদ্যাবাগীশ ঠোস গ্রামের সার ব্যবসায়ী মোসলেম উদ্দিনের নাতি ও আশরাফুল হকের পুত্র।
পরিবার সূত্র জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু সৌরভ পাশের বাড়ি আবেদ আলীর ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় শিশু সৌরভ খেলার ছলে ঘরে থাকা ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক সংযুক্ত তার হাতে নিয়ে তা ছিঁড়ে ফেললে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৈদ্যুতিক তারে আটকে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ফলবাড়ী সদর ইউনিয়নের ৩নং বিদ্যাবাগীশ ওয়ার্ডের ইউপি মেম্বার নুর মহাম্মদ জানান, বিদ্যুৎপৃষ্টে নিহত শিশু সৌরভের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে আনা হয়েছে।