Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: 77এজবাস্টনের এই ম্যাচ নিয়ে বাংলাদেশি সমর্থকদের কিছু আসে-যায় না। তবে আজ এই ম্যাচটির দিকে তাকিয়ে আছে কোটি লাল-সবুজের ভক্ত। কারণ ইংল্যান্ড ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠে যাবে টাইগাররা। আপাতত টাইগার সমর্থকদের কিছুটা হতাশই করেছে ইংল্যান্ডের বোলাররা। কারণ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন ট্রাভিস হেড। এ ছাড়া ৬৮ রান করেছেন ওপেনার অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক স্টিভেন স্মিথ করেছেন ৫৬ রান। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ ও মার্ক উড নেন চারটি করে উইকেট।
এর আগে এজবাস্টনে ম্যাচের টসভাগ্য যায় ইংল্যান্ডের পক্ষে। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। শুরুটা ভালোই করে অসিরা। তবে অষ্টম ওভারের প্রথম বলে মার্ক উডের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। ২৫ বলে ২১ রান করে ফিরে যান তিনি। দলের রান তখন ৪০। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৯৬ রান যোগ করেন অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক স্টিভেন স্মিথ। দলীয় ১৩৬ রানে ফিরে যান অ্যারন ফিঞ্চ। ৬৪ বলে ৬৮ রান করে আউট হন অসি ওপেনার। মাত্র ৪৭ বলে সাতটি চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এরপর উইকেটে এসে বেশিক্ষণ টেকেননি ময়জেস হেনরিস। ১৯ বলে ১৭ রান করে আদিল রশিদের বলের আউট হন এই অলরাউন্ডার। তবে অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাট আশার আলো দেখাচ্ছিল অসিদের। ইনিংসের ৩৩তম ওভারের প্রথম বলে মার্ক উডের বলে লিয়াম প্লাংকেটের হাতে ধরা পড়েন তিনি। ৭৭ বলে ৫৬ রান করেন অসি অধিনায়ক।
২৬৪২৩২.৩স্মিথ আউট হওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েল রানের চাকা সচল রাখার চেষ্টা করেছিলেন। তবে ৩১ বলে মাত্র ২০ রান করার পর লং লেগে জেসন রয়ের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন এই বিধ্বংসী ব্যাটসম্যান। এরপর অবশ্য ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্ক উইকেটে এসেই ফিরে যান। দুটি উইকেটই নেন লেগ স্পিনার আদিল রশিদ। অপরপ্রান্তে ট্রাভিস হেড রানের চাকা বাড়ানোর চেষ্টা করলেও খুব একটা সফল হননি তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। মার্ক উড ৩৩ ও আদিল রশিদ ১০ ওভারে ৪১ রানে নেন চার উইকেট।
বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালেও টাইগারদের তাকিয়ে থাকতে হচ্ছে এই ম্যাচের দিকে। অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে স্টিভেন স্মিথের দল। কিন্তু টানা দুটি ম্যাচ জেতা ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিতে পারে, তাহলে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ হবে ইংল্যান্ডের সঙ্গী।
প্রকৃতির কৃপা পেলে বাংলাদেশ চলেও যেতে পারে সেমিফাইনালে। বৃষ্টির কারণে যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি প- হয়, তাহলে এক পয়েন্ট করে যোগ হবে দুই দলের ঘরে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান, ৩। তখন দেখা হবে কোন দল বেশি ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের জয়টাই তখন বাংলাদেশকে দিয়ে দেবে সেমিফাইনালের টিকেট।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ময়জেস হেনরিকস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, মার্ক উড ও জ্যাক বল।
সূত্র : এনটিভি