খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: ভারতের আসাম রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগের অনুমতি চেয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারি হাইকমিশনারের কার্যালয়।
শুক্রবার আসামের ইংরেজি দৈনিক দ্য আসাম ট্রিবিউন এ খবর দিয়েছে।
পত্রিকাটিকে গুয়াহাটিতে বাংলাদেশের নবনিযুক্ত সহকারি হাই কমিশনার কাজী মুনতাসির মুর্শেদ বলেছেন, তিনি ভারত সরকারের যথাযথ কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছেন।
তিনি জানান, কারাদ-ের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যেসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারাগারে আটক রয়েছেন, তাদের একটি আংশিক তালিকা তিনি সংগ্রহ করেছেন। এসব ব্যাক্তির ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের যাচাইয়ের পর তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।