খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: উইকিলিক্সকে যুক্তরাষ্ট্রের গোপন নথি সরবরাহের অভিযোগে ৩৫ বছরের কারাদ-প্রাপ্ত চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রায় ৭ বছর জেলে কাটিয়ে ২৯ বছর বয়সী ম্যানিং ২০৪৫ সালের পরিবর্তে চলতি বছরের ১৭ মে মুক্তি পান। এ কারণে ওবামার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলেন চেলসি ম্যানিং।
চেলসির বিরুদ্ধে অভিযোগ ছিল, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের লাখো গোপন নথি, কূটনৈতিক বার্তা, মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার ভিডিও ফুটেজ গোপনে ডাউনলোড করে উইকিলিক্সকে সরবরাহ করেছিলেন তিনি। এতে তার ৩৫ বছরের কারাদ- হয়।
ইরাকে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করতেন ম্যানিং। পুরুষ হিসেবে জন্ম হলেও, পরবর্তীতে হরমোন থেরাপি নিয়ে কারাগারের ভেতরেই নারী হিসেবে আত্মপ্রকাশ করেন চেলসি। তার পূর্ব নাম ব্র্যাডলি।
ম্যানিং ‘নায়ক’, না ‘অপরাধী’? এই বিতর্ক মার্কিন জনগণকে কার্যত দুই ভাগে ভাগ করে দিয়েছে। কিছু কিছু রাজনীতিবিদ ম্যানিংকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দেওয়ার দাবি জানান। অন্যদিকে, ইন্টারনেটে ম্যানিংয়ের মুক্তির দাবিতে শরিক হয় কয়েক লাখ মানুষ। পরবর্তীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার শেষ নির্বাহী আদেশে ম্যানিংসহ ৬৪ জনের সাজা মওকুফ করার আদেশ দেন। দ্য টেলিগ্রাফ