Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণা করেছেন কিছুসংখ্যক বড় প্রকল্পের জন্য। একারণে বিদায়ী অর্থবছরের তুলনায় এডিপির আসন্ন অর্থবছরে ৩৮.৫% বৃদ্ধি পাবে। একলাফে এডিপির জন্যে ৩৮.৫% ব্যয় বৃদ্ধি অনেক অবাস্তব বলেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে তিনি এসব কথা বলেন ।
এ সময় তিনি আরো বলেন, একদিকে প্রস্তাবিত বাজেটের অন্যান্য ব্যয় জিডিপি ১০.৮%, অন্যদিকে উন্নয়ন ব্যয় জিডিপির ৭.৪%। উন্নয়ন খাতের ব্যয়ের পরিমাণ দুইলক্ষ একচল্লিশ হাজার দুইশত তিপ্পান্ন কোটি টাকা। এই ব্যয় জিডিপির শতকরা ১০.৮ ভাগ।
উন্নয়ন কাজে বরাদ্দ প্রস্তাব ১লক্ষ ৫৩হাজার ৩৩৩ কোটি টাকা যা জিডিপির শতকরা ৬.৯ ভাগ। এর বাইরেও স্বায়িত্বশাষিত সংস্থার নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পের জন্যে বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার সাতশত তিপ্পান্ন কোটি টাকা এর ফলে মোট জিটিপির আকার দাড়াবে ১৬৪০৮৫ কোটি টাকা, জিডিপি ৭.৪%। আমাদের সময়.কম