খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: নিরাপদ পদ্ধতিতে সাধারন ও উচ্চ মূল্যের সবজি চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করনের লক্ষ্যে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রোমোটিং এগ্রিকালচারাল কর্মার্শিয়ালাইজেশন এন্ড এন্টার প্রাইজ এর আওতায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) অবহিত করন এক কর্মশালা আজ রোববার দুপুর ১২টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসডিএসএর নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। অবহিত করন সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশ নেয়।