Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: অভিজ্ঞতা সঞ্চয়,আমরা ও পারি এই প্রতিপাদ্য নিয়ে সমাজে,পরিবারে বিভিন্নভাবে নারী ও কিশোর কিশোরী নির্যাতন রোধ,বাল্যবিবাহ বন্ধসহ সচেতনতামূলক জেলা জোটের নেতৃবৃন্দর সাথে উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে শিক্ষা বিনিময় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টায় বেসরকারী সংস্থা ইরা/সিএনআর এস ও জেছিসের যৌথ উদ্যোগে ও অক্রফাম এর অর্থায়নে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আমরাই পারি জেলা জোটের আহবায়ক এডভোকেট মোঃ মফচ্ছির মিয়ার সভাপতিত্বে ও সি এন আর এস এর প্রকল্প সহায়ক মিঠু দেবনাথ/ইরার প্রকল্প সহায়ক উজ্জলা ক্লারা রায় ও জেছিসের কো অর্ডিনেটর মোঃ শফিকুল ইসরামের যৌথ সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন,জেলা জোটের সদস্য মোঃ এনামুল হক চৌধুরী, সৈয়দা আমেনা আখঞ্জি এডভোকেট হেলেনা আক্তার ,প্রভাষক শাহীনা চৌধুরী,মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,তথ্য প্রযুক্তি ও ডিজিটালের এই যুগে প্রতিটি মানুষের শিক্ষা আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে জ্ঞানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই এই সমাজে নারী পূরুষ ও কিশোর কিশোরীদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূরীকরণে সবার মাঝে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি ও কোন বিকল্প নেই। তাই পূরুষ শাসিত সমাজ ও সংসারে স্বামী স্ত্রী ও ছেলেমেয়ের মধ্যে অনৈক্যর পরিবর্তে ঐক্য সৃষ্টিতে সচেতনা সৃষ্টি করা দরকার। পাশপাশি এই সমাজে কিছু কিছু এলাকায় সুশিক্ষা না থাকায় বাল্যবিবাহের যে প্রবণতা আছে তা পুরোপুরি বন্ধ করতে সবাইকে আরো বেশী করে উদ্যোগী হওয়ার আহবান জানান।