খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: ইরানের আসেমান এয়ারলাইন্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি ৬০টি বিমান বিক্রির চুক্তি করেছে। আগামী ২ বছরে ৩০টি বোয়িং ৭৩৭ বিমান ইরানে এসে পৌঁছবে। এরপর আসবে বাকি ৩০টি। ৩০টি বোয়িং বিমানের জন্যে ইরান পরিশোধ করবে ৩ বিলিয়ন ডলার। গত এপ্রিলে দরকষাকষির পর এসব বিমান ক্রয়ের মূল্য নির্ধারণ হয়।
এছাড়া ফ্রান্সের এয়ারবাস থেকে ৩ ধরনের ১’শটি বিমান কিনছে ইরান ১৮ বিলিয়ন ডলার দিয়ে। এগুলোর মধ্যে ৪৬টি হচ্ছে এ৩২০, ৩৮টি এ৩৩০ ও ১৬টি এ৩৫০এক্সডব্লিউ বি ধরনের।
এছাড়া আগামী ১০ বছরের মধ্যে ৮০টি নতুন বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ বিমান ক্রয়ের জন্যে চুক্তি করেছে ইরান। তেহরান টাইমস