খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: গোপালগঞ্জে নিজ শ্যালিকাকে বিয়ে করার প্রস্তাবকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেল বাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেল বাড়ি গ্রামের পলাশ রায় তার নিজের শ্যালিকাকে বিয়ে করার প্রস্তাব দেন। এই প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে শ্বশুর বাড়ির লোকজনের সাথে পলাশের কথা কাটাকাটির ঘটনা ঘটে এবং একপর্যায়ে শ্যালক গোবিন্দ বিশ্বাস ও বোন জামাই পলাশ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় আহত হয় শ্যালক গোবিন্দ বিশ্বাস, ভগ্নিপতি পলাশ রায়, সমির রায়, পঙ্কজ রায়, পান্না রায়সহ ১০ জন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।