Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭:  56ঈদে নতুন জামার আবদার পূরণ না হওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাহনাজ পারভীন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকাল দশটায় জয়পুরহাটের মিনিগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পারভীন জেলার ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রামের দিনমজুর শাহাদুল ইসলামের বড় মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় মামুদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শাহনাজ পারভীনের বাড়ি মিনিগাড়ি গ্রামে। তার বাবা শাহাদুল দিনমজুর ও মা রেহেনা পারভিন গৃহিনী। দুই মেয়ের মধ্যে শাহনাজ বড়। সে এবার ঈদে নতুন জামা কেনার জন্য বাবার কাছে বায়না ধরে। অর্থকষ্টে থাকায় বাবা শাহাদুল এতে আপত্তি জানালে তাদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর বাবার ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে শাহনাজ আত্মহত্যা করে।

স্থানীয় মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, দিনমজুর শাহাদুল ইসলামের মেয়ে শাহনাজ ঈদের জামা না পেয়ে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, বলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি। সে স্থানীয় মামুদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঈদের জামা না পেয়ে অভিমান করে শাহনাজ নামের স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক, আইনগতভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।