খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: মালয়েশিয়ায় আড়াইহাজারের হাছান আলী (৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার লাশ আনতে ১০জুন শনিবার নিহতের স্ত্রী নার্গিছ আক্তার স্থানীয় ওকাপ অফিসে আবেদন করেছন। নিহত হাছান আলী উপজেলার ফতেহপুর ইউনিয়নের চৌথার কান্দা গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আড়াইহাজারে ফিল্ড অফিসার আমিনুল হক জানান, ১৪ বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ৯৫ হাজার টাকা খরচ করে মালয়েশিয়া যায়। সেখানে থাকা অবস্থায় তিনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন এবং বৈধ হন। পরে তিনি ছুটিতে দেশে আসে এবং ছুটি শেষে আবার মালয়েশিয়া যায়। মালয়েশিয়ায় তিনি প্রায় ১৪ বছর যাবৎ অবস্থান করছেন। গত ৮ জুন বৃহস্পতিবার কাজে থাকা অবস্থায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
বর্তমান সময় তার ওয়ার্ক পারমিট ছিল না। ওয়ার্ক পারমিটের জন্য তার পাসপোর্ট রানী এজেন্টে জমা দেয়া আছে। বর্তমানে তার লাশ কোলাকুপা জেলার ছেরেংগা সরকারী হাসপাতালে আছে।
নিহতের স্ত্রী নার্গিছ আক্তার তার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার জন্য অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রম (ওকাপ) এর শরনাপন্ন হন। এবং মৃতের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য ওকাপের তথ্য অনুযায়ী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর আবেদন ফরম পূরণ করেন। মৃত হাছান আলী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।