Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখােলা বাজার২৪।। সোমবার, ১২ জুন, ২০১৭: আগামী নির্বাচনে জাতীয় পার্টি ১০০ আসনে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে রংপুরের ৬টি আসনসহ ৩০০ আসনেই আমরা প্রার্থী দেবো। এর মধ্যে ১০০ আসনে আমরা নিশ্চিতভাবে জয় পাবো। এছাড়া আরও ৩০ আসনে আমাদের জয়ী হওয়া সম্ভাবনা রয়েছে।’
আজ সোমবার (১২ জুন) সকালে রংপুর নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, এবার রংপুরের কোনও আসনে অন্য কাউকেই ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এবার ৬টি আসনেই আমরা প্রার্থী দেবো। রংপুর ছাড়াও রংপুর অঞ্চলের ২২টি আসনেই আমরা প্রার্থী দেবো এবং জয়ী হবো।’
চলতি বছরের প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে এরশাদ বলেছেন, ‘জনগণ এ বাজেট গ্রহণ করেনি। এ বাজেট নিয়ে কেউই খুশি নয়। এ বাজেটের করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর। যা তাদের জীবন-যাত্রা আরও কঠিন করে তুলেছে।’
তিনি বলেন, ‘আগামী বছর যেহেতু জাতীয় সংসদের নির্বাচন হবে সে কারণে এবারের বাজেট নির্বাচনি বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে এমন একটা বাজেট উপস্থাপন করা হয়েছে যা দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।’

অন্যরকম