Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১২ জুন, ২০১৭:  30রবিবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
সোমবার র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন, পিএসসি এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ঘোষগাতী মাছবাজার ঘোষগাতী চৌরাস্তা মোড় গামী মেসার্স সততা ট্রেডার্স (টিনের দোকান) এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয় । এসময় জেলার উল্লাপাড়া থানার চর সাতবাড়ীয়া গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩২) কে গ্রেফতার করে ।
এসময় তার কাছ থেকে ১৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা করা হয়েছে।