Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭: প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত সেনা কর্মকর্তারা হলেন- মেজর মাহফুজ ও ক্যাপ্টেন শামীম। তারা রাঙ্গমাটি সেনা রিজিয়নে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় পাহাড়ের মাটিচাপায় তারা নিহত হন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা দুই সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, মাটি চাপা পড়ে নিহত দুই সেনা কর্মকর্তাসহ ১৩ জনের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত সেনা কর্মকর্তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এদিকে রাঙ্গামাটি শহরে ও কাপ্তাই উপজেলায় টানা বর্ষণে পাহাড় ধসে ও গাছচাপায় দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

এর আগে সকালে জেলা শহর থেকে ১১জন ও কাপ্তাই উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে জেলা শহরের বিভিন্ন স্থানে পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

সোমবার রাত থেকে রাঙ্গামাটি শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এছাড়া উপজেলায় গাছচাপা পড়ে আবুল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে উপজেলার কর্ণফুলী নদীতে পড়ে ইকবাল নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।