Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭: হাতুরি দ্বারা নয়। নয় কোন লোহার বস্তু দ্বারা। বরং মাথা দ্বারা ৯০টি কংক্রিটের স্লিপস ভেঙ্গে বিশ্ব রেকর্ড গড়লেন বসনিয়ার দু:সাহসিক এক যুবক।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নিজের যোগ্যতার বলে লোহা ভেঙ্গেছেন। কেউ দীর্ঘদিন না খেয়ে রেকর্ড গড়েছেন। কেউবা অস্বাভাবিক কিছু করে গিনেস বুকে নিজের নাম লিখিয়েছেন। আর নিজের স্থান করে নিয়েছেন বিশ্ব ইতিহাসে।
যুবক প্রজন্ম তার গায়ের জোরে কী না করতে পারে ? বরং ইচ্ছে করলে হিমালয়ের চূড়ায়ও নিজের স্মৃতি চিহ্ন রাখতে পারে। কিন্তু শরীরের অন্যতম স্পর্শকাতর জায়গা মানুষের মাথা। আর সেই মাথা দ্বারা ৯০টি কিংক্রিটের স্লিপস ভাঙ্গা পৃথিবীর অন্যতম বিশ্ব রেকর্ড। এমনই অস্বাভাবিক কাজ করে দেখান বসনিয়ার যুবক কারিম আহমদ।
কারিম মাত্র কয়েক মিনিটে ৯০ কংক্রিট স্লিপস ভেঙ্গে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। আর নিজের অসাধারণ কৃতিত্ব দেখান।
উল্লেখ্য যে , কারিম মাথা দ্বারা ৯০ কিংক্রিট ভাঙ্গার এ অস্বাভাবিক কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পাদন করেন। যা দেখে সেখানে উপস্থিত দর্শকরাও হতবিহবল হয়ে যায়।
সূত্র : জিও নিউজ