খােলা বাজার২৪।। বুধবার ,১৪ জুন, ২০১৭: বাজেটে প্রস্তাবিত আবগারি শুল্কের কারণে ব্যাংকের বড় আমানতকারীর চেয়ে ছোট গ্রাহকের টাকা কাটা যাবে অন্তত ১৬ গুন বেশি। এ নিয়ে উদ্বেগ বাড়ছে গ্রাহকদের। অনেকেই ব্যাংক থেকে আমানত তুলে বিনিয়োগ করছেন সঞ্চয়পত্রে।
দুই বছর আগে জমানো লাখ খানেক টাকা ব্যাংকে এফডি করেন চাকরিজীবী জাহাঙ্গীর আলম। কম সুদের হারের কারণে লাভও কমে যাচ্ছিল। এখন শুনেছেন, বাড়বে আবগারি শুল্ক হার। তাই মেয়াদের আগেই সব টাকা তুলে নিচ্ছেন তিনি।
আরেক গৃহিনী এরই মধ্যে ব্যাংকের টাকা বিনিয়োগ করছেন সঞ্চয়পত্রে।
আমানতের ওপর আবগারি শুল্ক কাটার বিধান নতুন নয়। আগামী বাজেটের এই শুল্ক আরও বাড়ানোর প্রস্তাব করায় শুরু হয় হৈচৈ । আর তাই দীর্ঘ লাইন সঞ্চয়পত্রের অফিসে।
প্রস্তাবিত বাজেটে, ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের কাছ থেকে বছর শেষে নেয়া হবে ৮০০ টাকা বা দশমিক ৮ শতাংশ। আর ৫ কোটি টাকার বেশি আমানকারীদের আনুপাতিক হারে না কেটে নেয়া হবে ২৫ হাজার টাকা শতাংশের হিসাবে তা মোটে দশমিক শূন্য পাঁচ শতাংশ।
নতুন নিয়মে কম আয়ের মানুষের টাকাই আনুপাতিকহারে কাটা যাবে বেশি। আর এতে কর ন্যায্যতা প্রতিষ্ঠা হয়না বলে মত বিশ্লেষকদের।
প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্কের কারণে সরকারের আয় হবে ৯২৬ কোটি টাকার মতো, যা মোট রাজস্ব আয়ের মাত্র দশমিক ৩১ শতাংশ।