খােলা বাজার২৪।। বুধবার ,১৪ জুন, ২০১৭: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগে নেমেছেন। তৃণমূল থেকে দলীয় মনোনয়নের জন্য নামের প্রস্তাব আনতে নানা প্রক্রিয়া চালাচ্ছেন তারা। সম্ভাব্য মনোনয়ন পেতে পারেন যারা, এ সংক্রান্ত খবরে নাম লেখাতে গণমাধ্যমকর্মীদের কাছে তদবির করছেন অনেকেই।
নবম সংসদ নির্বাচনের আগে দলীয় মনোনয়নের জন্য আসন ভিত্তিক তৃর্ণমূল থেকে নামের প্রস্তাব চেয়েছিল আওয়ামী লীগ। যদিও মনোনয়ন প্রদানে তৃর্ণমূলের পাঠানো তালিকা তেমন অনুসরণ করা হয়নি। তালিকায় নাম ছিল না এমন অনেককেই মনোনয়ন পেয়েছিলেন।
১০ সংসদ নির্বাচনের আগেও তৃর্ণমূল থেকে নামের প্রস্তাব নেয় আওয়ামী লীগ। কিন্তু তালিকা অনুযায়ী মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তবুও নামের প্রস্তাব আনতে জোর চেষ্টা চালাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। প্রতিটি আসনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কদর বেড়ে গেছে। এদের কাছে ঈদ উপহার পাঠাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। বর্তমান এমপিরা তৃণমূল নেতাদের সঙ্গে দূরর্ত কমাতে তৎপর হয়ে উঠেছেন।
একাদশ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী যারা এমন শিরোনামে সংবাদ প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম। নেতিবাচক ভাবমূর্তির কাউকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেবে না আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলা যায় একাদশ নির্বাচনের প্রচারণায় নেমেছে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। বিএনপি, জাতীয় পার্টিও নির্বাচনি প্রচারণায় নেমেছে। ফলে বড় রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে রির্পোট প্রকাশ করছে অনেক গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও পছন্দের নেতার মনোনয়ন প্রত্যাশা করে পোষ্ট দেওয়া হচ্ছে।