Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার ,১৪  জুন, ২০১৭:  12যুক্তরাজ্য ও ইইউ’র পতাকাবাংলাদেশের পার্বত্য তিন জেলায় পাহাড় ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক এবং ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।
বুধবার প্রকাশ করা ওই শোক বার্তায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, ‘ক্ষতিগ্রস্তুদের সহায়তা করতে ইইউ প্রস্তুুত আছে।’
অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক এক টুইট বার্তায় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং পাহাড় ধসের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ১৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ৯৮ জন, বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ২৫ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকে চাপা পড়ে আছেন। সোমবার (১২ জুন) মধ্যরাতে থেকে মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে।