Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার ,১৪  জুন, ২০১৭:  31আজকাল কিছু গবেষণায় বলা হচ্ছে, আপনার পোষ্য বিড়াল-কুকুরটি আবেগ-অনুভূতি বুঝতে পারে। মনিবের কষ্ট বুঝতে পারলেও কখনো কখনো হয়তো তা প্রকাশ করতে পারে না এসব অবোধ প্রাণিরা। তবে জাপানের একটি বিড়াল আবেগ প্রকাশের মধ্য দিয়ে অনন্য এক নজির সৃষ্টি করেছে। সাত আট বছরের মেয়েটি চেয়ারের সাথে ধাক্কা লেগে পায়ে ব্যথা পেয়ে কাঁদতে শুরু করে। ছোট্ট মনিবের কষ্ট দেখে নিজেকে সামলাতে পারেনি প্রিয় বিড়াল ‘হিমা’। মেয়েটির কান্না দেখে হিমা এসে তাকে জড়িয়ে ধরে। গলা জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে আদর করে কান্না থামানোর চেষ্টা করে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমগুরে প্রকাশের পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। বিড়ালটির এমন আবেগময় আচরণে মুগ্ধ হয়েছেন অনেকেই। ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হিমার এমন মানবিক আচরণ অনেকের মনেই নাড়া দিয়েছে।