খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭: একটি ডায়াবেটিস প্রতিষেধক ওষুধ টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তের সুগার লেবেল কমানো ছাড়াও হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকিও কমায়।
সোমবার দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।
রিপোর্টে পরীক্ষামূলকভাবে ৩০টি দেশের দশ হাজার রোগীর ক্ষেত্রে ক্যানাগলিফ্লোজিন ব্যবহার করার বিষয়টি তুলে ধরা হয়।
এতে দেখা গেছে, এই ওষুধে সার্বিকভাবে হৃদরোগের ঝুঁকি ১৪ শতাংশ এবং হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৩৩ শতাংশ কমে।
এছাড়া ক্রমঅবনতিশীল কিডনি রোগের মাত্রা ৪০ শতাংশ কমানোর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
দ্য জর্জ ইনস্টিটিউট অফ গ্লোবাল হেল্থ টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসা নিয়ে গবেষণার কাজ করছে। বিশ্বব্যাপী প্রায় ৪৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে।
গবেষণাটি সান দিয়েগোর আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশন কনফারেন্সে উপস্থাপন করা হয়েছিল।