Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫  জুন, ২০১৭:  33ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভোলার ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে। পরিষদের হলরুমের মেঝতে বর্ষার পানি জমছে। কয়েকটি স্তম্ভে দেখা দিয়েছে ফাটল। এতে ইউপি পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা গেছে, ভোলার ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের জনগণের বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়ার জন্য ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাওলাদার বাজার এলাকায় ১৯৯৯-২০০০ অর্থ বছেরের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা। ২০০১ সালের ১৮ মার্চ ততকালীন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। তার পর থেকে পুনরায় কোন মেরামত কাজ করা হয়নি।
জানা গেছে, কয়েক দিন আগে ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে নিচে থাকা কুকুর মারা গেছে। ভবনের অবস্থা দেখে পরিষদে আসা মানুষদের কিছুতেই ভয় কাটে না। ভবনটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হাওলাদার বলেন, ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে, হল রুমে বর্ষার পানি জমে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ভবনে বসে কাজ করাও ঝুঁকিপূর্ণ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউইযড়ষধ টঢ় ঢ়রপ-=৭দ্দিন বলেন, নির্মাণের পর থেকে এই ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছে। বর্তমানে ছাদের প্লাস্টার খসে পড়ছে। ভবনটির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। তার পরেও পরিষদের কর্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ভবনের বিষয়টি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।