খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭: পাহাড় ধসের পর সড়কে মাটি ও গাছ পড়ে থাকায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি। দুর্গম এলাকা হওয়ায় দুর্গতদের সবার কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ। দেখা দিয়েছে নিত্যপণ্যের চরম সংকট।
তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার মানুষ। ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমও। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলা যাচ্ছে না নিশ্চিত করে। পাহাড় ধসের পর এখনো নিখোঁজ অনেকেই। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
আজ ভোরে তৃতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হয়। রাঙামাটিতে পাহাড় ধসে নিহত শতাধিক। আহত ২৯ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের।
ইনডিপেনডেন্ট টিভি