খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লিটন (২৬) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ী পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে জমগ্রামের গুলি মতিয়ার পুত্র এই কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন।
পাটগ্রাম থানা পুলিশের এসআই আজমীরের নেতৃত্বে একদল পুলিশ রাতে নিজ বাড়ী থেকে লিটনকে গ্রেফতার করে। গ্রেফতার করে নিয়ে আসার সময় পরিবারের লোকজনের সাথে পুলিশের তর্কবিতকের সৃষ্টি হয়, এরই এক ফাঁকে ঝটকা মেরে হাতকড়া সহ পালিয়ে যায় আসমী লিটন।
আসামী পালিয়ে যাওয়ার সহযোগিতা করার কারণে লিটনের মা তহিরন নেছা (৪৫) ও বোন মাহি আক্তার খুশি (১৮) কে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
এব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ অবনি শংকর কর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।