খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭: গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী আছিয়া খাতুন (৪৫) হত্যার দায়ে মামলার প্রধান আসামী স্বামী মোতাহার হোসেনকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। ১৪ জুন বুধবার রাত ২টার দিকে কালিগঞ্জ উপজেলার আওড়াখালি বাজার থেকে এস আই হেলাল উদ্দিন তাকে গ্রেফতার করে। কাপাসিয়া থানার এস আই মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য- গত বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে ৪ সন্তানের জননী আছিয়া খাতুনকে তাঁর স্বামী দা দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিয়োগ রয়েছে। পরে নিহতের ছেলে আইয়ুব আলী বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।