খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭: তৃণমূল পর্যায়ে বেকার যুব নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে সুনামগঞ্জ সদর উপজেলা নারী ফোরামের পক্ষ থেকে ১০ জন বেকার যুব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
এসময় উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামাড় কর্মকর্তা সেলিম আহমদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ফিল্ড অর্গানাইজার মো. আব্দুল হাই ও সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।