খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭: মুন্সীগঞ্জের সিরাজদিখাননে বৃহস্পতিবার সকালে প্রাচীন মূল্যবান মুর্তি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি বৌদ্ধ মুর্তি। আজ সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনিসার গ্রামের দুই শিশুর কাছ থেকে এটি উদ্ধার করাহয়। মুর্তিটি কোন ধাতবের তৈরী সেটা জানা যায়নি। তবে পুলিশ বলছে পিতলের হতে পারে। এটির ওজন ১শত ৩৪ গ্রাম, উচ্চতা প্রায় ৩ ইঞ্চি।
এলাকাবাসী জানা যায়, বুধবার দুপুরে চিকনিসার গ্রামের অনিল মন্ডলের মেয়ে সিথিলা (০৯) ও পাশের বাড়ির সনজিৎ এর মেয়ে সঞ্চিতা (০৮) দীঘিতে গোসল করতে গিয়ে তারা মুর্তিটি পায়। এটা নিয়ে তারা খেলাধুলা করছিল। আজ এলাকায় ঘটনাটি জানাজানি হলে একই গ্রামের বাবু ও স্বপন শিশুদের কাছ থেকে মুর্তিটি উদ্ধার করে বয়রাগাদি ইউনিযন পরিষদে চেয়ারম্যানের নিকট জমা দেন। আজ দুপুরে ইউপি চেয়ারম্যান গাজি আলাউদ্দিন সিরাজদিখান থানা পুলিশের হাতে মুর্তিটি হস্তান্তর করেন।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, এটা বৌদ্ধ মুর্তি বলে ধারণা করা হচ্ছে। এটাা পিতলের হতে পারে। এটার ওজন ১শত ৩৪ গ্রাম, উচ্চতা প্রায় ৩ ইঞ্চি। যাচাইয়ের পর বিস্তারিত বলা যাবে।