বরাবরের মতো এবারো লন্ডন নেমে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে যুক্তরাজ্যে বসবাসরত সহস্রাধীক প্রবাসী বাংলাদেশি। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনে শেখ হাসিনার হোটেলের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী নানা শ্লোগানে প্রকম্পিত করে তোলে গোটা এলাকা। এসময় তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে সফরকে কেন্দ্র করে হোটেলের সামনে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হলে এতে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে কোনো অপ্রিকিকর ঘটনা ঘটেনি। শেখ হাসিনার লন্ডনে অবস্থানকালীন পুরো সময় বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখবেন বলে জাস্ট নিউজকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক।
অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিক্ষোভ কর্মসূচী ফেইসবুকে লাইভ সম্প্রচার করেছেন। একদিন যাত্রাবিরতির পর বুধবার স্থানীয় সময় রাতে শেখ হাসিনা সুইডেনের রাজধানীর স্টকহোমে পৌঁছবেন বলে জানা গেছে।