খােলা বাজার২৪।। শুক্রবার ,১৬ জুন, ২০১৭: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একুশে পরিবহনের একটি এসি বাস খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো হতাহতের শংঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট উদ্ধার কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে সাদ্দাম মার্কেট নামের একটি বিপণিবিতানের পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, সকালে ঢাকা-নারায়ণগঞ্জে চলাচলকারী একুশে পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে