Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার , ১৬  জুন, ২০১৭:  ময়মনসিংহ সদরের চরাঞ্চল সিরতা গ্রামে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ২ জন নিহত হয়েছে, উভয় পক্ষের আহত হয়েছে ১৫ জন। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সিরতা গ্রামে রাস্তার জমি নিয়ে হাফিজ উদ্দিন ও প্রতিবেশি হেলাল উদ্দিন পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলে আসছিল। এই নিয়ে গতকাল বৃহস্পতিবার দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকালে দুই পক্ষ লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ঘটনাস্থলেই সাথী(৩৫) নামে গৃহবধূ নিহত হয়। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন(৪০)নামে অপরজন মারা যায়।

এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।