খােলা বাজার২৪।। শুক্রবার , ১৬ জুন, ২০১৭: মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক ছোট বড় গাড়ি আটকা পরে আছে। বৈরি আবহাওয়া ও পদ্মায় প্রচন্ড রোলিং হওয়ার কারনে শুক্রবার ভোর ৫ থেকে ৬ টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ করে দেয় বিআই ডাব্লটিসির কতৃপক্ষ। পরে আবহাওয়ার আবস্থা স্বাভাবিক হলে ফেরি চলা চল শুরু হয় ।বর্তমানে ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডাব্লটিসি ব্যাবস্থাপক মাওয়া ঘাট (বানিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান,বৈরী আবহাওয়ার কারনে শুক্রবার ভোরে ১ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ফেরী চলাচল স্বাভাবিক হয়। কিছু সময় ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় ছিল ছোট বড় ৬ শতাধিক যানবাহন। এছাড়াও ৩ নং রো-রো ফেরি ঘাট এলাকায় পিয়াজ বোঝাই একটি ট্রাক ঝড়ের কবলে পড়ে ফেরিতে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানচ্যুত হয়ে ওল্টে গিয়ে প্লাটের সাথে থাকা আইটি তারের সাথে ঝুলে থাকে।পরে ট্রাকের মালিকের উপস্থিতিতে রেকার এনে নিরাপদে ট্রাকটি উদ্ধার করে তীরে আনা হলেও ট্রাকে থাকা পিয়াজ পদ্মায় ভেসে যায়।এসময় যানবাহন পারাপারের বিঘœতা সৃষ্টি হয়। এসব কারনেও যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে ঘাট এলাকায়।যানবাহন পারাপারে পদ্মায় ১৬টি ফেরি চলাচল করছে।
মাওয়া নৌফাঁড়ির ইনচার্য এস আই সুরজিত ঘোষ আলোকিত বাংলাদেশকে জানান, ভোরে ফেরী চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় ছোট বড় প্রায় ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় বেলা বাড়ার সাথে সাথে অপেক্ষামান যানবাহন পারাপার হতে থাকে।
তিনি আরোও জানান, সকালে পেয়াজ বোঝাই ট্রাকটি শিমুলিয়া ঘাট এলাকায় ৩ নং রো-রো ফেরিতে ওঠেই ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্থান চ্যুত হলে এই ঘাট দিয়ে ফেরী চলাচল বন্ধ থাকে।বেলা ১২ টার দিকে রেকার তলব করে পিয়াজ ভর্তি ট্রাকটি উদ্ধার করা হলে।ট্রাকটি সরিয়ে ফেললে ফেরী চলাচল স্বাভাবিক হয় যানজট কমতে থাকে।