খােলা বাজার২৪।। শুক্রবার , ১৬ জুন, ২০১৭: ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে; বিদ্যুতের সঠিক ও পরিমিত ব্যবহার আমাদের দেশকে উন্নত করবে। তিনি বলেন, সঠিক বিদ্যুত ব্যবহার করে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এ কৃতিত্বকে স্মরণীয় করে রাখি।
ঈশ্বরদী উপজেলার আওতাপাড়ায় নূরজাহান বালিকা বিদ্যা নিকেতন এন্ড মহিলা কলেজ প্রাঙ্গণে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সামাজিক আচার অনুষ্ঠান থেকে সব কাজেই বিদ্যুৎ অপরিহার্য। দেশের উন্নয়নে কৃষি, শিল্প, কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে বিদ্যুৎ অত্যন্ত জরুরি। ঈশ্বরদীতে স্থাপিত শিল্প কলকারখানা, ইপিজেড, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি স্থানে বিদ্যুতের চাহিদা ব্যাপক।
তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। মন্ত্রী ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়ায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ায় ৫১ হাজার ৩৫৪ কি.মি. নতুন বিদ্যুৎ সংযোগ লাইন সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকার সারাদেশে এক লাখ ৫০ হাজার কি.মি. নতুন বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। বিদ্যুৎ মানুষের জীবনযাত্রার মান বদলে দিয়েছে। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এসব এলাকায় অসংখ্য মিল কারখানা গড়ে উঠবে। বাইরের দেশ থেকে বহু মানুষ আসবে এখানে কর্মসংস্থানের জন্য। আর এসবের মূলে রয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, সকল মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসা ও মায়া সমানভাবে রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বিজ্ঞ দায়িত্বশীল বিশ্ব নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে সেইদিন, যেদিন সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যেই এগুচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের ২ লাখ ৬৫ হাজার গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাই করে দিচ্ছেন। গুচ্ছগ্রামগুলোতে বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়া হচ্ছে। মন্ত্রী বলেন, একসময় মানুষের স্বাস্থ্য ছিল জীর্ণশীর্ণ, ম্যালেরিয়া হলে মানুষ মরে যেত, মানুষ দরজায় দাঁড়িয়ে ভিক্ষে চাইতো। এসব এখন আর নেই।
পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের ৪ হাজার ২৮২টি গ্রাহকের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ে ১০০ কি.মি. বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা পল্লী বিদ্যুতের জি.এম. শাহ্ জুলফিকার হায়দার পিইঞ্জ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, লক্ষ্মীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিশ্বাস, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ, সলিমপুর ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, পাকশি ইউপি চেয়ারম্যান এনাম বিশ্বাস, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান রানা সরদার, আতিয়ার রহমান ভোলা, সাদেক আলী বিশ্বাস, মুরাদ আলী ও আকাল বিশ্বাস উপস্থিত ছিলেন।